New Update
পঞ্চাশ বছর পর সেলিমের সঙ্গে দেখা মাধুরীর। দু’জনেই বয়সের এপ্রান্তে পৌঁছেছে, বদলেছে তাদের জীবনের সম্পর্কের সমীকরণগুলো। কিন্তু পঞ্চাশ বছর আগের মাধুরী-সেলিমের আবেগ একই জায়গায়। দুটো মানুষ একসঙ্গে থাকার কথা ভাবলেও তাদের মধ্যে এখন মাধুরীর ছেলে সুব্রত রয়েছে। পুত্রবধূ জয়ীতা যতই সে জল গলানোর চেষ্টা করুক, শেষপর্যন্ত কোথায় যাবে পরিণতি? ছবির মুখ্য চরিত্রে রয়েছে অপর্ণা সেন। এদিন ছবি থেকে রাজ্য-রাজনীতি সব নিয়ে কথা বললেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে।
Advertisment
এরকমই এক গল্প তৈরি করেছেন অনুমিতা দাশগুপ্ত। অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু অভিনীত এই ছবি মুক্তি পেতে চলেছে ২৯ নভেম্বর।