New Update
শালমলি খোলগড়ে, এখন ভীষণ ভাবে সিঙ্গল। প্রেমদিবসে তাই সিঙ্গলদের খুশির মন্ত্র দিলেন গায়িকা। মুক্তি পেল শালমলির নতুন মিউজিক ভিডিও 'কল্লে কল্লে'। যার প্রচারে শহরে হাজির হয়েছিলেন গায়িকা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-র সঙ্গে আড্ডা দিলেন শালমলি। সিঙ্গলদের ভালবাসার দিনে আনন্দে থাকা ফার্মুলা কতটা কাজে লাগবে জানেন না গায়িকা, তবে বললেন, চেষ্টা করে দেখতে ক্ষতি কী।
Advertisment
ভবিষ্যতে আরও সিঙ্গলস নিয়ে আসবেন তিনি। কিন্তু সেই প্যান্ডোরার বক্স এখনই খোলা যাবে না। অগত্যা আমাদের অপেক্ষা করতেই হবে। তবে এদিন গানের ভিডিও নিয়ে আড্ডায় উঠে এল তাঁর প্রেমের প্রসঙ্গও।
আরও পড়ুন, ‘রবিবার’-এর জয়া, কী বললেন অভিনেত্রী?
Advertisment
এটাই শালমলির দ্বিতীয় সিঙ্গলস। প্রথমবার ক্যামেরার সামনে নাচ করতে পেরে উচ্ছ্বসিত গায়িকা।