Mamata Banerjee at Oxford: অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার সময় মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee at Oxford: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝেই দর্শকাসন থেকে ধেয়ে এল একের পর এক প্রশ্নবাণ। ভাষণের তাল কেটে চরমে পৌঁছল অশান্তি।

Mamata Banerjee at Oxford: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝেই দর্শকাসন থেকে ধেয়ে এল একের পর এক প্রশ্নবাণ। ভাষণের তাল কেটে চরমে পৌঁছল অশান্তি।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝেই দর্শকাসন থেকে ধেয়ে এল একের পর এক প্রশ্নবাণ। ভাষণের তাল কেটে চরমে পৌঁছল অশান্তি। মমতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলা হয়। মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলেও আক্রমণ শানানো হয় দর্শকাসন থেকে। বিদ্রুপের সুরে মুখ্যমন্ত্রী এও বলেন, 'ইউ হ্যাভ লস্ট ইয়োরসেলফ, ইউ হ্যাভ লস্ট ইয়োরস ক্রেডেনশিয়াল, বাট মাই ক্রেডেনশিয়াল ইজ ওনলি অল অফ ইউ!' অর্থাৎ আপনি আপনার যোগ্যতা হারিয়েছেন, কিন্তু আমার যোগ্যতা রয়েছে মানুষের সঙ্গে আছি বলে! তিনি নিজের পুরনো ছবিও দেখান মঞ্চে, যে কীভাবে সিপিএমের অত্যাচারের শিকার তিনি।

SFI Oxford university Mamata Banerjee