New Update
এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। শিক্ষায় মানোন্নয়নের দাবিতে অভিযান এসএফআইয়ের। গার্ড রেল দিয়ে এসএফআই সমর্থকদের বাধা পুলিশের। পুলিশের সঙ্গে ব্যাপক ধাক্কাধাক্কি এসএফআই সমর্থকদের। পুলিশকে ঠেলে সরানোর চেষ্টা এসএফআই সমর্থকদের। এসএফআই সমর্থকদের জোর করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ এসএফআই সমর্থকদের। অসুস্থ বেশ কয়েকজন।