শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে যে ঘটনা সে দিন ঘটেছিল, মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তা নিয়ে ফের সরব হল তৃণমূল। দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু ছবি ও ভিডিও তুলে ধরেন। দাবি করেন, বামেরা যে প্রচার করছে তা একেবারেই ভিত্তিহীন। বরং তৃণমূলের দাবি, সে দিন শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে অশোভনীয় অঙ্গভঙ্গি করা হয়। বামেদের ছাত্র সংগঠনের সদস্যরা এই ঘটনা ঘটান বলে দাবি করেন তৃণমূলের আইটি সেলের প্রধান।