২৭ বছর পর ফের রাজধানীর কুর্সি দখল করেছে বিজেপি। প্রায় এক যুগের অরবিন্দ কেজরিওয়ালের রাজত্বকে হারিয়ে বিজেপি আবার শাসক। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচিত হল নতুন মুখ্যমন্ত্রী। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হলেন রেখা গুপ্তা। প্রথমবার বিধানসভা ভোটে জিতেই সোজা মুখ্যমন্ত্রী হয়েছেন এতেই উচ্ছ্বসিত কলেজের প্রিন্সিপাল। নয়া মুখ্যমন্ত্রী অধ্যক্ষের সঙ্গে দেখা করতে এসে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কলেজের প্রিন্সিপাল সবিতা রায় সাংবাদিকদের সামনে কথা বলছিলেন রেখা গুপ্তার কলেজ জীবনের বিষয়ে।