দিল্লি বিধানসভা নির্বাচনে আক্রমনাত্মক ব্যাটিং বিজেপির। চার ছয়ে হাঁকিয়ে আপাতত ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮ টি আসনে মারকাটারি জয় গেরুয়া শিবিরের। কেজরিওয়ালের নেতৃত্বে আপ ২২ টি আসন পেয়েছে। আপ নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী এবারের নির্বাচনী ফলাফল অনুসারে ৯০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সর্বশেষ আপডেট অনুসারে কেজরিওয়াল এবং সিসোদিয়াও ইতিমধ্যে নির্বাচনে হেরে গেছেন।