Delhi Election 2025 Results: দীর্ঘ ২৬ বছর পর দিল্লি দখল বিজেপির! পদ্মঝড়ে সাফ কেজরিওয়ালের আপ

Delhi Election 2025 Results: তিন দশকের খরা কাটিয়ে মোদী ম্যাজিকে দিল্লিতে গেরুয়া ঝড়ের দাপট। ৪৮ আসনে বড় ব্যবধানে জয় ছিনিয়ে দিল্লির মসনদে পদ্মশিবির।

author-image
IE Bangla Web Desk
New Update

দিল্লি বিধানসভা নির্বাচনে আক্রমনাত্মক ব্যাটিং বিজেপির। চার ছয়ে হাঁকিয়ে আপাতত ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮ টি আসনে মারকাটারি জয় গেরুয়া শিবিরের। কেজরিওয়ালের নেতৃত্বে আপ ২২ টি আসন পেয়েছে। আপ নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী এবারের নির্বাচনী ফলাফল অনুসারে ৯০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সর্বশেষ আপডেট অনুসারে কেজরিওয়াল এবং সিসোদিয়াও ইতিমধ্যে নির্বাচনে হেরে গেছেন। 

bjp AAP Delhi Assembly Election 2025 Delhi Assembly Election