West Bengal Police: পুলিশের উপর বার বার হামলা, এবার পাল্টা গুলি চালানোর হুমকি ডিজিপি রাজীব কুমারের

DGP Rajeev Kumar: কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পুলিশকে গুলি করা হলে পুলিশও যে ছেড়ে কথা বলবে না, সেটাই কার্যত জানিয়ে দিলেন ডিজি।

DGP Rajeev Kumar: কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পুলিশকে গুলি করা হলে পুলিশও যে ছেড়ে কথা বলবে না, সেটাই কার্যত জানিয়ে দিলেন ডিজি।

author-image
IE Bangla Web Desk
New Update

রাজ্যের একাধিক জায়গায় পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে। গোয়ালপোখরে গুলিবিদ্ধ হল দুই পুলিশ। তাঁরা হাসপাতালে এখন চিকিৎসাধীন। সেই ঘটনার পর এবার কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পুলিশকে গুলি করা হলে পুলিশও যে ছেড়ে কথা বলবে না, সেটাই কার্যত জানিয়ে দিলেন ডিজি। 

West Bengal Police Rajeev Kumar West Bengal News west bengal latest news