Dol Utsav 2025: দূরত্ব সরিয়ে ফের কাছাকাছি সুজিত-সব্যসাচী, দোল উৎসবে মাতলেন তৃণমূলের দুই দাপুটে নেতা

Dol Utsav 2025: বিধাননগরে রঙের উৎসবে একই মঞ্চে হাজির রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মাথায় পাগড়ি পরে নাচ করতেও দেখা গেল দুই প্রতাপশালী তৃণমূল নেতাকে।

Dol Utsav 2025: বিধাননগরে রঙের উৎসবে একই মঞ্চে হাজির রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মাথায় পাগড়ি পরে নাচ করতেও দেখা গেল দুই প্রতাপশালী তৃণমূল নেতাকে।

author-image
IE Bangla Web Desk
New Update

বিধাননগরে রঙের উৎসবে একই মঞ্চে হাজির রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মাথায় পাগরি পরে নাচ করতেও দেখা গেল দুই প্রতাপশালী তৃণমূল নেতাকে। ফুরফুরে মেজাজেই ছিলেন দুজনে। ব্যক্তিগত দূরত্ব সরিয়ে রঙের উৎসবে এক মঞ্চে হাজির হলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। একসঙ্গে গানের তালে কিছুটা নাচেন দুজনে।

Dol Sabyasachi Dutta Sujit Bose tmc Dol Yatra