বৃহস্পতিবার থেকেই সব নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের দিকে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ওয়াশিংটনে সফরে প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার ভোরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে মোদীর। দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট মসৃণ হলেও বর্তমান পরিস্থিতির জেরে এই সাক্ষাৎ ঘিরে বিস্তর আলোচনা শুরু হয়েছে।