New Update
মেডিক্যালে দুর্নীতির অভিযোগে এবার প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বাড়িতে ইডির হানা। মঙ্গলবার সকালে লক্ষণ শেঠের বাড়ি এবং তাঁর মেডিক্যাল কলেজে বিভিন্ন বিষয় নিয়ে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
Advertisment
জানা গেছে, হলদিয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত লক্ষ্মণ শেঠের বাড়ি অঙ্গীকারে প্রথমে সকাল সকাল হাজির হন ইডির আধিকারিকরা।
এরপর সেখান থেকে বেরিয়ে লক্ষ্মণ শেঠের মেডিক্যাল কলেজে যান তাঁরা। ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইডি-র কাছে সেই অভিযোগ জমা পড়ার পর শুরু হয় তদন্ত।