SSC Verdict: চাকরিহারাদের কী বলে আশ্বস্ত করলেন ব্রাত্য বসু?

SSC Verdict: বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার', চাকরিহারাদের আশ্বস্ত করে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

SSC Verdict: বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার', চাকরিহারাদের আশ্বস্ত করে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

author-image
IE Bangla Web Desk
New Update

বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার', চাকরিহারাদের আশ্বস্ত করে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। শুক্রবার তাঁদের অনেকেই স্কুলে যাননি। এদিন শিক্ষামন্ত্রী এই প্রসঙ্গে বলেন, "আমার মনে হয় এই তথ্য সঠিক নয়। তাঁদের কী করনীয় কাল মুখ্যমন্ত্রী তা বলে দিয়েছেন।" চাকরি হারানো শিক্ষকরা কি স্কুলে যেতে পারেন? সে ব্যাপারে প্রশ্ন করতেই শিক্ষামন্ত্রী বলেন, "এমন কথা আমি বলতে পারি না।" তবে বঞ্চিত এবং যোগ্যদের পাশে রাজ্য সরকার থাকবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

WB SSC Scam SSC Recruitment Case Verdict bratya basu