'দুর্গা দুর্গেশ্বরী'-নায়িকা সম্পূর্ণা, শুটিংয়ের বাইরে কী কী ভালবাসে জানেন?

ছোট থেকেই সিরিয়াল দেখা, নিজে নিজে নাচ করা এগুলো তো ছিলই, কিন্তু অভিনয়টা নিয়ে নিশ্চিত ছিলেন না। তবে ইচ্ছে একটা ছিলই। সেই ইচ্ছেডানায় ভর করেই অভিনয়ের উড়ান শুরু সম্পূর্ণার। এই জার্নিতে সঙ্গী মা।

ছোট থেকেই সিরিয়াল দেখা, নিজে নিজে নাচ করা এগুলো তো ছিলই, কিন্তু অভিনয়টা নিয়ে নিশ্চিত ছিলেন না। তবে ইচ্ছে একটা ছিলই। সেই ইচ্ছেডানায় ভর করেই অভিনয়ের উড়ান শুরু সম্পূর্ণার। এই জার্নিতে সঙ্গী মা।

author-image
IE Bangla Web Desk
New Update

স্টার জলসা-র নতুন ধারাবাহিক ‘দুর্গা দুর্গেশ্বরী’, সম্পূর্ণা মণ্ডলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এর আগে সম্পূর্ণাকে ‘করুণাময়ী রাণী রাসমণি’-তে জগদম্বার চরিত্রে দেখেছেন দর্শক। ক্লাস নাইনের ছাত্রী সম্পূ্র্ণা পড়াশোনা আর অভিনয়কে সমান তালে সামলে চলেছে। শুটিংয়ের ফাঁকে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-র সঙ্গে একান্ত আলাপচারিতায় ধরা পড়ল, খুবই নম্র ও মিষ্টি স্বভাবের এই কিশোরী অভিনেত্রী– টেলিপর্দার খুদে নায়িকা।

Advertisment

ছোট থেকেই সিরিয়াল দেখা, নিজে নিজে নাচ করা এগুলো তো ছিলই, কিন্তু অভিনয়টা নিয়ে নিশ্চিত ছিলেন না। তবে ইচ্ছে একটা ছিলই। সেই ইচ্ছেডানায় ভর করেই অভিনয়ের উড়ান শুরু সম্পূর্ণার। এই জার্নিতে সঙ্গী মা।

Bengali Actress Bengali Television