একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী অপরাজিতা আঢ্য

বাংলার সব বয়সের সব ধরনের দর্শক তাঁকে পছন্দ করেন শুধুমাত্র তাঁর সুঅভিনয়ের জন্য নয়, তাঁর ব্যক্তিত্বের কারণেও। প্রথম স্টুডিওপাড়ায় পা রাখা থেকে প্রিয় চরিত্রের স্মৃতিচারণ, একান্ত সাক্ষাৎকারে উঠে এল অনেক কিছুই।

বাংলার সব বয়সের সব ধরনের দর্শক তাঁকে পছন্দ করেন শুধুমাত্র তাঁর সুঅভিনয়ের জন্য নয়, তাঁর ব্যক্তিত্বের কারণেও। প্রথম স্টুডিওপাড়ায় পা রাখা থেকে প্রিয় চরিত্রের স্মৃতিচারণ, একান্ত সাক্ষাৎকারে উঠে এল অনেক কিছুই।

author-image
IE Bangla Web Desk
New Update

বাংলা বিনোদন জগতের একচ্ছত্র অধিকারী বলা চলে। তাঁর বাইশটা বছর অতিবাহিত হয়েছে টলিপাড়ায়। সমস্ত ধরনের দর্শক তাঁকে সাদরে গ্রহণ করেছে। তিনি অপরাজিতা আঢ্যে। বাংলার এই জনপ্রিয় অভিনেত্রীর মুখোমুখি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। দীর্ঘ সাক্ষাৎকারে উঠে এল তাঁর অভিনয়ের গোড়ার কথা থেকে সাম্প্রতিক টেলিভিশন ট্রেন্ড এবং ভবিষ্যৎ ভাবনা… সবকিছুই।

Advertisment

কিছুদিন ছবির জন্য ফিরতে পারেননি টেলিভিশনের পর্দায়। কিন্তু ফের আসছেন তিনি। ধারাবাহিকের একাল-সেকাল থেকে বর্তমান অভিনেতাদের কথা সমস্ত কথা বললেন অপরাজিতা আঢ্য।

tollywood Bengali Actress