New Update
পর্দার অভিনেত্রীর সঙ্গে বাস্তবের মানুষটার মিল ও অমিল কতটা, খানিকটা সেই কৌতূহল থেকেই এই আলাপচারিতার সূত্রপাত। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অপরাজিতা আঢ্য জানালেন সিরিয়ালের নানা খুঁটিনাটি। 'এক আকাশের নীচে', 'গানের ওপারে' সব নিয়ে অকপট তিনি। বর্তমানের সিরিয়াল নিয়ে খোলাখুলি কথা বললেন তিনি। দর্শক অভ্যেসের বশে দেখছে, এখনকার ধারাবাহিকের লজিক নেই, বললেন অপরাজিতা। তবে 'রাসমনি'র প্রশংসা করলেন অভিনেত্রী।
Advertisment
অপরাজিতা আঢ্য জানালেন তাঁর মায়ের কথা, দিদিমার কথা, স্বামীর কথা। যে পরিবারে তিনি বড় হয়েছেন বলা যায়, সেই শ্বশুরবাড়ি ও বিশেষ করে শাশুড়ি মায়ের কথায় জমে উঠল আলাপ।