টেলিপর্দার জনপ্রিয় খুদে তারকা আরশিয়া মুখোপাধ্যায় ওরফে ভুতু এবং বর্তমানে রানু পেল লটারি-র পুজোর প্ল্যান কী। এবছর পুজোর কেনাকাটা কি শেষ? আরশিয়ার মায়ের সঙ্গে মা দুর্গার কোনও মিল আছে কি? ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালো আরশিয়া।
Advertisment
ভুতু ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয় হয়েছিল এই খুদে অভিনেতা। পরবর্তীতে হিন্দিতেও তৈরি হয়েছে এই ধারাবাহিক। সেখানেও মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল আরশিয়া মুখোপাধ্যায়কে।