শুরু হয়ে গিয়েছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে হাজির ইমতিয়াজ আলি, অনির। চার পরিচালক নিয়ে ইন্দো অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনার ছবি মাই মেলবোর্ন। এই ছবির প্রচারের জন্য কলকাতার ট্রামে করে ঘুরলেন দুই পরিচালক। ieBangla'র সাথে কথা বললেন ইমতিয়াজ আলি।