Advertisment

লকডাউন! ফার্মহাউজে ঘোড়ার ঘাস চিবিয়ে খেলেন সলমন

নিজের প্রিয় ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছেন তিনি, এবং তাকে সঙ্গ দিতে নিজেও খেয়ে নিচ্ছেন কিছুটা। ক্যাপশনে অভিনেতা মজার ছলে লিখেছেন, ''প্রিয়জনের সঙ্গে প্রাতঃরাশ।''

author-image
IE Bangla Web Desk
New Update

লকডাউনের সময়ে সলমন খান নাকি ঘাস চিবোচ্ছেন! হ্যাঁ ঠিকই পড়ছেন। নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। নিজের ঘোড়ার সঙ্গে ব্রেকফাস্টে ব্যস্ত ভাইজান। তবে প্রাতঃরাশ সারলেন ঘোড়ার প্রিয় খাবার দিয়েই। মজার এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই ভাইরাল।

Advertisment

শুক্রবার সকালে ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন ভাইজান। যেখানে দেখা যাচ্ছে নিজের প্রিয় ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছেন তিনি, এবং তাকে সঙ্গ দিতে নিজেও খেয়ে নিচ্ছেন কিছুটা। ক্যাপশনে অভিনেতা মজার ছলে লিখেছেন, ''প্রিয়জনের সঙ্গে প্রাতঃরাশ।''

View this post on Instagram

Breakfast with my love...

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

তবে দেখে মনে হচ্ছে ঘাস বেশ আনন্দের সঙ্গেই খেয়েছেন বোধহয়! কারণ, চেবানোর শেষ করার পর তাঁকে বলতে শোনা গেল, ইটস ড্যাম গুড ইয়া! লকডাউনে পানভেলের ফার্মহাউজে সময় কাটাচ্ছেন সলমন। নিজের পোষ্যদের সঙ্গে ভালই সময় কাটছে তাঁর।

সম্প্রতি, বাবা সেলিম খানকে নিয়ে একটি ভিডিও করেছিলেন সলমন খান। তিনিই একমাত্র মুম্বইয়ের বাড়িতে রয়েছেন তিনি। বাড়ির বাকি সদস্যরা প্রত্যেকেই সলমনের সঙ্গে ফার্মহাউজে থাকছেন। ভিডিওতে সলমন বলেছেন, প্রায় তিন সপ্তাহ হয়ে গিয়েছে বাবাকে দেখেননি সলমন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

salman khan coronavirus
Advertisment