Advertisment

বন্দে মাতরমে স্বাধীনতা উদযাপন

১৮৭০ সালে এই গান রচনা করেন সাহিত্য সম্রাট বঙ্কীমচন্দ্র চট্টোাধ্যায়। এই গান তাঁর 'আনন্দমঠ' (১৮৮২) উপন্যাসেও অন্তর্ভুক্ত হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update

স্বাধীনতার ৭৪ বছর। বৃটিশ শাসনাধীন ভারতে আগ্নিযুগের বিপ্লবীদের যে গান দৃঢ় সঙ্কল্প করত, সেই 'বন্দে মাতরম্'কেই উদযাপনের মাধ্যম করে নিলেন শিল্পীরা।

Advertisment

১৮৭০ সালে এই গান রচনা করেন সাহিত্য সম্রাট বঙ্কীমচন্দ্র চট্টোাধ্যায়। এই গান তাঁর 'আনন্দমঠ' (১৮৮২) উপন্যাসেও অন্তর্ভুক্ত হয়েছিল। ১৮৯৬ সালে 'বন্দে মাতরম্' সঙ্গীত হিসাবে প্রথম গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এবার সেই গানই নতুনভাবে স্বাধীনতা উদযাপনের মাধ্যম।

Independence Day
Advertisment