মুক্তি পেল রাজ চক্রবর্তীর মিউজিক ভিডিয়ো, 'বাংলা আমার হাসবে আবার'

বিশ্বাসে ভর করে সাধারণ মানুষের মনোবল বাড়াতে একজোট হল টলিউড। কান্ডারি রাজ চক্রবর্তী। প্রসেনের কথা ও অরিন্দমের সুরে তৈরি হল 'এই বাংলা আমার হাসবে আবার'।

বিশ্বাসে ভর করে সাধারণ মানুষের মনোবল বাড়াতে একজোট হল টলিউড। কান্ডারি রাজ চক্রবর্তী। প্রসেনের কথা ও অরিন্দমের সুরে তৈরি হল 'এই বাংলা আমার হাসবে আবার'।

author-image
IE Bangla Web Desk
New Update

করোনা মোকাবিলায় বাংলা যথাসাধ্য লড়াই করছে। বাড়িতে থেকে সুস্থ ও সতর্ক থাকার বার্তা দিচ্ছেন তারকারা। আশার আলো দেখা দেবেই, নিশ্চিত তাঁরা। তাই তো বিশ্বাসে ভর করে সাধারণ মানুষের মনোবল বাড়াতে একজোট হল টলিউড। কান্ডারি রাজ চক্রবর্তী। প্রসেনের কথা ও অরিন্দমের সুরে তৈরি হল 'এই বাংলা আমার হাসবে আবার'।

Advertisment

সাধারাণ মানুষকে উজ্জীবিত করতে বিশ্বাসে ভর করেই ঘুরে দাঁড়াতে চাইছেন পরিচালক রাজ চক্রবর্তী। সব ঠিক হয়ে গিয়ে ফের একবার বাংলা হাসবে, এই বার্তাই পৌঁছে দিতে চাইছেন মানুষের কাছে। তাঁর এই উদ্যোগে শামিল হয়েছে প্রায় পুরো টলিউড।

Advertisment

আরও পড়ুন, লকডাউনে অবশ্যই দেখুন ‘ভাইরাস’, ছোঁয়াচে রোগ নিয়ে সত্য ঘটনা অবলম্বনে তৈরি

শুভশ্রী, যিশু, আবির, পরমব্রত, পাওলি, অঙ্কুশ, সায়ন্তিকা, ঋত্বিক, অনির্বাণের মতো অভিনেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেরা বাড়িতে থেকে শুট করেছেন এই মিউজিক ভিডিয়ো। কথা মতো সোমবার সকালেই মুক্তি পেল এই গান। করোনাকে হারিয়ে ফিরতে হবে, গানের শেষে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

paoli dam Abir Chatterjee parambarata chatterjee Subhasree Ganguly