Advertisment

মুক্তি পেল 'ঝড় থেমে যাবে একদিন'

করোনাভাইরাসের প্রভাবে প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করা মানুষগুলো ভীষণভাবে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের জন্যই এই উদ্যোগ নিয়েছেন মমতা।

author-image
IE Bangla Web Desk
New Update

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় ছবি পরিচালনা করেছেন অরিন্দম শীল। টলিউডের প্রথমসারির অভিনেতারা সামাজিক দূরত্ব বজায় রেখেই শুট করা হয়েছে। ছবির ভাবনা মুখ্যমন্ত্রীর, এমনকী সিনেমার জন্য একটি গানও লিখেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়-এর মতো অভিনেতারা বাস্তবের রূপ দিয়েছেন।

Advertisment

ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় তৈরি এই ছবি বিনোদন জগতের মানুষের পাশে থাকার বার্তা। করোনাভাইরাসের প্রভাবে প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করা মানুষগুলো ভীষণভাবে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের জন্যই এই উদ্যোগ নিয়েছেন মমতা। ছবির মাধ্যমে উপার্জিত ৫০ লক্ষ টাকা দিয়েই টেকনিশিয়ানদের সাহায্য করা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Dev Rukmini Abir Chatterjee parambarata chatterjee koel mallick coronavirus
Advertisment