New Update
Advertisment
টলিউডের নায়করা যে ক্রিকেট পাগল একথা প্রায় তাদের ফ্যানেরাও জানেন। একে ক্রিকেট নিয়ে তর্কাতর্কি পর্যন্ত হতে পারেন এদের তারওপর বিশ্বকাপ। ফলে ছবির প্রচারের ফাঁকেও বসে পড়েন ল্যাপটপের সামনে। সাক্ষাৎকার দিতে বসে পাশে ফোনে খেলা চালিয়ে রাখেন। কোন উত্তর দিচ্ছেন, মাঝে ধোনির ছয়। অমনি চিৎকার করে উঠল ছয় ছয়! পরে বলল, সরি। বুঝুন কাণ্ড।
অভিনেতাদের এমনই অদ্ভুদ কাণ্ড কারখানা এবার ধরা পড়েছে ক্যামেরায়। যিশু ও আবির ছবির প্রচারের ফাঁকে বসে পড়েছেন স্ক্রিনের সামনে। এমনকী ক্রিকেট বিশ্লেষণও করতে বসেছিলেন আলির, যিশু রেগে যেই না বলেছে ল্যাপটপ বন্ধ করে দেবে অমনি স্পিকটি নট। দেখুন,