Onir Exclusive Interview: ছবি থেকে খাওয়া দাওয়া, খোলামেলা আড্ডায় পরিচালক অনির
Onir at KIFF 2024: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মাই মেলবোর্ন ছবি। এই ছবির চার জন পরিচালকের মধ্যে অনির একজন। ট্রামে করে ঘুরলেন কলকাতা। ট্রামে ভিতরে বসেই এই ছবির নেপথ্য গল্প এবং শহরের সঙ্গে তাঁর যোগসূত্রের স্মৃতিচারণায় ieBangla'র সঙ্গে আড্ডায় অনির।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মাই মেলবোর্ন ছবি। এই ছবির চার জন পরিচালকের মধ্যে অনির একজন। ট্রামে করে ঘুরলেন কলকাতা। ট্রামে ভিতরে বসেই এই ছবির নেপথ্য গল্প এবং শহরের সঙ্গে তাঁর যোগসূত্রের স্মৃতিচারণায় ieBangla'র সঙ্গে আড্ডায় অনির।