শুরু হয়েছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে এই উৎসব। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নয়, এবছর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে ধনধান্য স্টেডিয়ামে। নন্দনে সকাল থেকে সাজ সাজ রব ছিল। চলচ্চিত্র উৎসবের প্রাক্কালে গিল্ডের সমস্যা নিয়ে গতকাল টলিউডের পরিচালকরা একটি সাংবাদিক বৈঠক করে। বাংলা ছবি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা কথা বলল সাধারণ মানুষের সঙ্গে। বাংলা ছবিতে কি রাজনীতি ঢুকে পড়েছে? তার কারণেই বাংলা ছবির মান পড়েছে? এসব প্রশ্নের মতামত নন্দনে আসা সাধারণ মানুষ।