শুটিং ফ্লোরে অবসর পেলে কী করে উমা? জানেন

রাঘব বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। দোষ পড়ে উমার ওপরে। সাধক আত্মারাম উমার মধ্যে কালীকে দেখতে পায়। আর আত্মারাম বলে কালীকুণ্ডের জল খাওয়ালে সুস্থ হবে রাঘব।

রাঘব বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। দোষ পড়ে উমার ওপরে। সাধক আত্মারাম উমার মধ্যে কালীকে দেখতে পায়। আর আত্মারাম বলে কালীকুণ্ডের জল খাওয়ালে সুস্থ হবে রাঘব।

author-image
IE Bangla Web Desk
New Update

জমিদার অনন্ত গঙ্গোপাধ্যায় কৃষ্ণভক্ত। বাড়িতে কৃষ্ণপুজোর আয়োজন করা হয়েছে। এদিকে রাঘব বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। দোষ পড়ে উমার উপরে। সাধক আত্মারাম উমার মধ্যে কালীকে দেখতে পায়। আর আত্মারাম বলে কালীকুণ্ডের জল খাওয়ালে সুস্থ হবে রাঘব। গল্পটা ধারাবাহিক মহাতীর্থ কালীঘাটের। এদিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল 'মহাতীর্থ কালীঘাট' ধারাবাহিকের ফ্লোরে। সান বাংলার এই আধ্যাত্মিক ধারাবাহিকে উমার ভূমিকার দেখা যায় ছোট্টে শ্রীজাকে। শুটিংয়ের অবসর সময়ে কী করে সে? দেখে নিন ধারাবাহিকের নেপথ্য কাহিনি।

Advertisment

kolkata