পর্দায় ঝড় তুলবে দুরন্ত কোয়েল, দেখুন ভিডিও

বুদ্ধিদীপ্ত, ভয়হীন, বেপরোয়া, তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী মিতিন মাসি। যার কাছে নারীদের সম্মান সবার আগে। তাইতো সবথেকে বয়স্ক মানুষকেও সম্মান দিয়ে বলতে পারেন, ''মেয়েছেলে নয় কাকু, মহিলা''।

বুদ্ধিদীপ্ত, ভয়হীন, বেপরোয়া, তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী মিতিন মাসি। যার কাছে নারীদের সম্মান সবার আগে। তাইতো সবথেকে বয়স্ক মানুষকেও সম্মান দিয়ে বলতে পারেন, ''মেয়েছেলে নয় কাকু, মহিলা''।

author-image
IE Bangla Web Desk
New Update

কোয়েলকে প্রজ্ঞাপারমিতা হিসাবে কতটা মানাবে সে সব আলোচনা এখন অতীত। বিতর্ক, আলোচনার ঝড়, আশঙ্কার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে অরিন্দম শীলের বহুচর্চিত ‘মিতিন মাসি’। তার আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে ছবি নিয়ে আড্ডা দিলেন মিতিন মাসি ওরফে কোয়েল মল্লিক।

Advertisment

পর্দায় অ্যাকশন ঝড় তুলেছেন কোয়েল মল্লিক। বুদ্ধিদীপ্ত, ভয়হীন, বেপরোয়া, তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী মিতিন মাসি। যার কাছে নারীদের সম্মান সবার আগে। তাইতো সবথেকে বয়স্ক মানুষকেও সম্মান দিয়ে বলতে পারেন, ''মেয়েছেলে নয় কাকু, মহিলা''। ছবির চরিত্র, অ্যাকশন, লুক, সহ অভিনেতা থেকে পরিচালক সবাইকে নিয়ে কী বলছেন টলিউড কুইন?

আরও পড়ুন, মহালয়ার সকালেই ‘অসুর’-এর ভবিষ্যদ্বাণী

Advertisment

ছবিতে মিতিন মাসির স্বামীর ভূমিকায় দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছে বিক্রম ঘোষের উপর। বুদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মারামারি, কোয়েলকে অ্যাকশন ওম্যান তৈরি করেছেন পরিচালক।

tollywood Bengali Cinema koel mallick