New Update
কন্যা সম্প্রদানে বাবার চোখে জল আসবে এতো স্বাভাবিক। সম্প্রতি ইশার কন্যাদান করেছেন মুকেশ আম্বানি। ভারতের এই ধনী ব্যক্তি তার বিপুল সম্পতির মাঝেও যে তিনি একজন কন্যার বাবা, তারই প্রমাণ রাখলেন এদিন। কন্যাদানের সময় চোখের জলে ঝাপসা হয়ে উঠেছিল চারিদিক। এদিন ছাপোষা মধ্যবিত্ত এক বাবার আচরণের সঙ্গে মিল পাওয়া গেল ধনকুবের মুকেশ আম্বানির। মেয়ে বিয়ে করে পরের বাড়ি চলে গেলে সেই কষ্টের অনুভুতি আজও তরতাজা বিগ-বির মনে। মেয়ের বিয়ে দিয়েছেন বেশ কিছু বছর। তার রেশ রয়ে গেছে এখনও। বিয়ের দিন মুকেশ আম্বানির উদ্দেশ্যে একটি চিঠি পাঠ করেন অমিতাভ বচ্চন। সেই আবেগপ্রবণ ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
Advertisment
Advertisment