New Update
রবিবার মানেই একসঙ্গে থাকা,আড্ডা, খাওয়া-দাওয়া। মন খারাপ, মান-অভিমান ভুলে নতুন করে শুরু করা। অসীমাভ ও সায়নীর ভেঙে যাওয়া সম্পর্কের নয়া সমীকরণও তৈরি হয় এই রবিবারের। বছর পনেরো পর হঠাৎ এক রবিবারে দেখা হয় তাদের। বিষন্ন, মন কেমনের মাঝে পুরনো স্মৃতিরা ভিড় করে আসে। এমনই এক সম্পর্কের কাহিনি বুনেছেন অতনু ঘোষ।
Advertisment
তারা একসঙ্গে থাকতে পারবেনা, আবার আলাদা হয়ে যাওয়াটাও সম্ভব নয়। ঘৃণা, প্রেম ও প্রতারণার মিশেলে তাদের সম্পর্ক বন্ধুর অথচ অটল। এই চিত্রনাট্যেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবির নাম ‘রবিবার’। ছবি নিয়ে কী বললেন অভিনেতা?
আরও পড়ুন, চলছে ব্যোমকেশের পঞ্চম পর্বের শুটিং, দেখুন
Advertisment
কেবলমাত্র ছবি নয়, সম্প্রতি ইফিতে মাস্টারক্লাস নিয়েছেন ইন্ডাস্ট্রি। এদিন জানালেন সেই অভিজ্ঞতাও।