Saif Ali Khan Attacked News: বছরের শুরুতেই পতৌদি পরিবারে বিরাট হামলা। বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির ভিতর ছোটে নবাব সইফ আলি খানের উপর হামলা করা হয়েছে। কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বান্দ্রায় পতৌদি ম্যানসনে ঢুকে অভিনেতাকে দুই থেকে তিনবার ছুরিকাঘাত করেছে। অভিনেতার টিমের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে।
এই মুহূর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ আলি খান। পুলিশ সূত্রের খবর, কোনও এক ব্যক্তি আচমকাই সইফের বাড়িতে ঢুকে পরে। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। সেই সময় বাড়িতে পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযুক্তকে আটক করতে ইতিমধ্যেই তৎপর মুম্বই পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পিতবার মুম্বই পুলিশ সইফের বাড়ির তিনজন যাঁরা সেই সময় কর্মরত ছিলেন তাঁদেরকে আটক করেছে। কারন ওই তিনজন হামলার সময় অভিনেতার বাড়িতে উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মুম্বই পুলিশ কমিশনার Dixit Gedam আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানিয়েছেন, 'সইফ আলি খানের বাড়িতে এক ব্যক্তি আচমকা প্রবেশ করেন। সইফ তাঁকে বাধা দিতে যান। সেই সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। সেই সময়ই তিনি গুরুতর আহত হন। ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে।'