Advertisment
Presenting Partner
Desktop GIF

বর্ধমান থেকে বম্বের ‘সুপারস্টার’: ছোট্ট প্রীতির গল্প

৯ বছরের প্রীতি। ডাক নাম তার পুটু। এই মুহূর্তে ‘সুপারস্টার সিঙ্গার’ হয়ে শুধু ভারত নয়, বর্ধমানের মেয়েটির নাম ছড়িয়েছে বিদেশেও।

author-image
IE Bangla Web Desk
New Update

বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রীটি জানাল ‘সুপরাস্টার সিঙ্গার’ হওয়ার গোপন রহস্য। ৯ বছরের প্রীতি। ডাক নাম তার পুটু। এই মুহূর্তে ‘সুপারস্টার সিঙ্গার’ হয়ে শুধু ভারত নয়, বর্ধমানের মেয়েটির নাম ছড়িয়েছে বিদেশেও। বর্ধমান শহরের বাদামতলার বাড়িতে বসে পুটু দীর্ঘক্ষণ কথা বলল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-র সঙ্গে। জানাল তার জার্নির কথা।

Advertisment

আরও পড়ুন, বর্ধমান থেকে বম্বের ‘সুপারস্টার’: নতুন তারার গল্প

দীর্ঘ লড়াইয়ের পর প্রথম স্বীকৃতি, আনন্দে ভরপুর ছোট্ট মেয়েটা। ছোট্ট প্রীতি বলছে, “প্রথম হওয়ার জন্য আমি আমার জান লাগিয়ে দিয়েছিলাম। তবে আরও প্রাকটিস করতে হবে। আরও মন দিয়ে গান করতে হবে। হিমেশজি বলেছেন, আমার গলা কোকিলের মতো। প্লে-ব্যাকের অফারও করেছেন।”

Music bollywoood music
Advertisment