শুভশ্রীকে মেকআপ শেখাচ্ছে এক খুদে

শোয়ের আগে মেকআপ নিয়ে শুভশ্রীকে শলা পরামর্শ দিচ্ছেন এক খুদে। ভাবুন কেবল! তবে নায়িকা তাতে বিন্দুমাত্র বিচলিত হননি, বরং তাঁর বলা কথা অক্ষরে অক্ষরে মেনে নিয়েছেন

শোয়ের আগে মেকআপ নিয়ে শুভশ্রীকে শলা পরামর্শ দিচ্ছেন এক খুদে। ভাবুন কেবল! তবে নায়িকা তাতে বিন্দুমাত্র বিচলিত হননি, বরং তাঁর বলা কথা অক্ষরে অক্ষরে মেনে নিয়েছেন

author-image
IE Bangla Web Desk
New Update

নায়িকারা যে মেপআপ বিশেষ করে সৌন্দর্যের চাবিকাঠিটা সঙ্গে নিয়ে ঘোরেন একথা নতুন করে বলার কোনও মানে হয় না। সেই নায়িকাকে যদি কেউ মেকআপ শিখিয়ে দেন তাহলে! এটাই হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শোয়ের আগে মেকআপ নিয়ে শলা পরামর্শ দিচ্ছেন এক খুদে। ভাবুন কেবল! তবে নায়িকা তাতে বিন্দুমাত্র বিচলিত হননি, বরং তাঁর বলা কথা অক্ষরে অক্ষরে মেনে নিয়েছেন। কথা হচ্ছে 'এবার জমবে মজা' ধারাবাহিকে এক প্রতিযোগী আর বিচারক শুভশ্রীকে নিয়ে।

Advertisment

খুদে মেকআপের ট্রেনিং দিচ্ছে নায়িককে। কিন্তু এত ভাল সাজতে সে শিখল কী করে? প্রশ্ন করতই সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া গেল সে নায়িকা হতে চায়, সে কারণেই তৈয়ারিটা এখন থেকেই শুরু করে দিয়েছে। দেখুন...

tollywood Subhasree Ganguly