Advertisment
Presenting Partner
Desktop GIF

''শাড়ি পরা মাস্ট'', পয়লা বৈশাখের বিশেষ আড্ডায় জানালেন সুদীপ্তা

ভারতীয় যে কোনও উৎসবে এবং বাঙালির যে কোনও পালে-পার্বণে শাড়িই পরেন সুদীপ্তা। বিশেষ করে পয়লা বৈশাখ মানেই সাদা শাড়ি। আড্ডায় জানালেন তাঁর ছোটবেলার পয়লা বৈশাখের স্মৃতি।

author-image
IE Bangla Web Desk
New Update

পয়লা বৈশাখে শাড়ি পরা মাস্ট! এমনটাই জানালেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। শুধু শাড়ি কেন, ধুতি হোক বা পঞ্জাবি, ট্রাডিশনাল পোশাক না পরলে যেন অধরা থেকে যায় পয়লা বৈশাখ উদযাপন। আর ভারতীয় মহিলাদের শাড়িতেই বেশি ভাল লাগে, এমনটাই মনে করেন অভিনেত্রী। ভারতীয় যে কোনও উৎসবে এবং বাঙালির যে কোনও পালে-পার্বণে তাই শাড়িই পরেন সুদীপ্তা। আর পয়লা বৈশাখ মানেই সাদা শাড়ি। ১৪২৬-এর পয়লা বৈশাখে, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-র বিশেষ সাক্ষাৎকারে তাই ভারি সুন্দর একটি সাদা শাড়িতেই সাজলেন সুদীপ্তা। আর আড্ডায় জানালেন তাঁর ছোটবেলার পয়লা বৈশাখের স্মৃতি। বাবার হাত ধরে দোকানে দোকানে মিষ্টির প্যাকেট থেকে টিনএজে উঠে প্রথম ঘড়ি পরা, সব নিয়েই জমে উঠল আড্ডা যা দেখে নিতে পারেন নীচের লিঙ্কে।

Advertisment

poila baisakh Bengali Actress Bengali Television TV Actress
Advertisment