Advertisment

অন্তিম যাত্রায় তাপস পাল, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

author-image
IE Bangla Web Desk
New Update

মঙ্গলবার ভোররাতে আসে দুঃসংবাদ। নেই বাংলা ছবির সেই ভুবন ভোলানো হাসিমুখের ছেলেটা। অনন্ত যাত্রায় চললেন অভিনেতা তাপস পাল। গতকালই কলকাতায় গলফ ক্লাব রোডের আনা হয়েছে তাঁর মরদেহ। বুধবার সকালে টেকনিশিয়ান স্টুডিয়োয় শায়িত রয়েছেন তিনি। ৬১ বছর বয়সে চলে গেলেন বাংলা ছবির এক সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক-অভিনেতা ও প্রাক্তন তৃণমূল সাংসদ। এদিন টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে রবীন্দ্রসদন নিয়ে যাওয়া হবে তাঁর নিথর দেহ। কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে তাপস পালের।

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসদনে গেলেন তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে। গতকাল রাত থেকেই পরিবারের পাশে রয়েছেন অরূপ বিশ্বাস। এদিন উপস্থিত ছিলেন তিনিও। রবীন্দ্র সদনে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাপস পালের।

Bengali Actor
Advertisment