লকডাউনে ক্লান্ত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন টলি তারকারা

কীভাবে দিন কাটাচ্ছেন তারকারা? তারই একটা প্রতিচ্ছবি পাওয়া গেল সম্প্রতি প্রকাশিত ভিডিও তারকাদের ঘরবাড়ি খেলা-য়।

কীভাবে দিন কাটাচ্ছেন তারকারা? তারই একটা প্রতিচ্ছবি পাওয়া গেল সম্প্রতি প্রকাশিত ভিডিও তারকাদের ঘরবাড়ি খেলা-য়।

author-image
IE Bangla Web Desk
New Update

করোনার প্রকোপে ঘরবন্দি গোটা বিশ্ব। সাধারণ মানুষ কিংবা তারকা, ভাইরাসের হাত থেকে রক্ষা পাননি কেউই। স্বাভাবিকভাবেই একঘেয়েমিতে আক্রান্ত সকলে। কীভাবে দিন কাটাচ্ছেন তারকারা? তারই একটা প্রতিচ্ছবি পাওয়া গেল সম্প্রতি প্রকাশিত ভিডিও তারকাদের ঘরবাড়ি খেলা-য়।

Advertisment

তবে তা দৃশ্যায়িত হল একটু অন্যরকমভাবে। অনুপম রায়ের তৈরি বিভিন্ন গানের সঙ্গে নিজেদের দিনযাপন তুলে ধরেছেন তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, অর্জুন চক্রবর্তী, মধুমিতা সরকার, অঙ্কুশ হাজরা মতো তারকারা তাদের মনের অবস্থা তুলে ধরেছেন লকডাউনে।

তবে কেবল মনোরঞ্জন নয়, বিভিন্ন বার্তাও দিয়েছেন তাঁরা। কেউ বলছেন নিজেকে নিজের মতো বাড়িতেই গুছিয়ে নিতে, কেউ আবার সাহস জোগাচ্ছেন ক্লান্ত হলেও ছেড়ো না। প্রত্যেকেরই আশা ঘুরো দাঁড়াবোই।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Abir Chatterjee jisshu sengupta prosenjit chatterjee Sohini Sarkar