দেখুন রণবীরের সঞ্জয় হয়ে ওঠার নেপথ্য কাহিনি

ভোর তিনটেয় উঠে রণবীরকে খেতে হত প্রোটিন শেক। তারপর সারাদিনে আট থেকে নটা মিল। সঙ্গে জিম তো আছেই। মাস খানেকের এই খাটুনি কেমন ছিল? দেখে নিন-

ভোর তিনটেয় উঠে রণবীরকে খেতে হত প্রোটিন শেক। তারপর সারাদিনে আট থেকে নটা মিল। সঙ্গে জিম তো আছেই। মাস খানেকের এই খাটুনি কেমন ছিল? দেখে নিন-

author-image
IE Bangla Web Desk
New Update

রণবীর কাপুর থেকে সঞ্জয় দত্ত হয়ে ওঠার প্রক্রিয়াটা খুব সহজ ছিল না। টানা ছ ঘণ্টার প্রসথেটিক মেকআপের সৌজন্যে তৈরি হয়েছিল সনজুর ৬টা লুক। বিভিন্ন বয়সে সঞ্জয় দত্তের ভিন্ন লুক সেট করত প্রস্থেটিক মেকআপ টিম। তবে প্রত্যেকটা লুকই যে একেবারে পারফেক্ট হয়েছে তা কিন্তু নয়। বারবার বাতিল  হয়েছে অনেক লুকই। শুধু টেক ক্যানসেল! এই এক্সপ্রেশনটাই ভাসিয়ে দিত ছ ঘণ্টার সমস্ত শ্রম। শুধু প্রস্থেটিকই নয়, শারীরিক কসরতও কম ছিলনা। বাইসেপস দেখেও তো মনে হতে হবে সঞ্জয় দত্ত। ভোর তিনটেয় উঠে রণবীরকে খেতে হত প্রোটিন শেক। তারপর সারাদিনে আট থেকে নটা মিল। সঙ্গে জিম তো আছেই। মাস খানেকের এই খাটুনি কেমন ছিল? দেখে নিন-

Advertisment

sanju ranbir kapoor sanjay dutt