New Update
সনজুর ভূমিকায় রণবীর কাপুর ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে বক্সঅফিসে। পরিচালক রাজকুমার হিরানির এই ছবিও সাত দিনে ব্যবসা করেছে ১০০ কোটির ওপরে। তবে এই সবকিছুর মাঝে নেটদুনিয়ায় জনপ্রিয় হয়েছে সনজুর স্পুফ ট্রেলার। জুনিয়র সনজু নামের এই ভিডিওতে অভিনীত শিশুটির কমিক সেন্স কোনভাবেই কম নয় কাপুরের থেকে। ওরিজিনাল ছবিটি ছোটদের নিয়ে তৈরি হলে কী হতে পারত তারই ঝলক দেখিয়েছেন পরিচালক সুমেধ যাদব। এমনকি নির্মাতারা অনুষ্কা শর্মার ভাইরাল স্বচ্ছ ভারত ভিডিওটির প্র্যাঙ্ক করতেও ছাড়েননি। হ্যালো ফ্রেন্ডস চায়ে পি লো ভিডিওটির সংলাপও জুড়ে দেওয়া হয়েছে এই ট্রেলারে। দেখুন,
Advertisment