New Update
অপর্ণা সেনের ঘরে বাইরে আজ ছবিতে বিমলা-র চরিত্রে তুহিনা দাস। পরিচালকের হাতযশে সে চরিত্র অনেকখানি পরিবর্তিত হয় বৃন্দা হয়েছে। ছবির মুক্তির আগে নিজের চরিত্র ও শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন তুহিনা। প্রথমবার সিনেমার পর্দায় তাও অপর্ণা সেনের মতো পরিচালকের কাজে, একটু নার্ভাসই ছিলেন।
Advertisment
''কিন্তু যিশু সেনগুপ্ত সেটে পা দেওয়া মাত্র আবহাওয়ার পরিবর্তন। খুব সহজে সাবলীল করে দিতে পারেন যিশুদা'', বলছিলেন তুহিনা। অপর্ণা সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার শেয়ার করলেন তিনি।
Advertisment
কিঞ্চিৎ বাণিজ্যিক মোড়ক সত্ত্বেও অপর্ণা সেন-এর 'ঘরে বাইরে আজ' একটি প্রতিবাদী ছবি, যে প্রতিবাদ সম্পর্কের রাজনীতির সীমাবদ্ধতা থেকে বেরিয়ে বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে দর্শককে ভাবতে বাধ্য করে।