Advertisment

কলকাতায় 'ভূত'এর প্রচারে ভিকি কৌশল

ঝলকেই রোমাঞ্চ ও থ্রিলারের আঁচ পাওয়া গিয়েছিল। তবে শহরে এসে নিজের অভিজ্ঞতা নিয়ে অনেক কথা শেয়ার করলেন অভিনেতা। 

author-image
IE Bangla Web Desk
New Update

করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের হরর জঁরের ছবি ভূত দ্য হন্টেড শিপ। পোস্টার এবং টিজারে দর্শকের উত্তেজনার পারদ চড়ার পর এদিন ছবির প্রচারে শহর কলকাতায় এলেন অভিনেতা ভিকি কৌশল।

Advertisment

ঝলকেই রোমাঞ্চ ও থ্রিলারের আঁচ পাওয়া গিয়েছিল। তবে শহরে এসে নিজের অভিজ্ঞতা নিয়ে অনেক কথা শেয়ার করলেন অভিনেতা।  ভিকি কৌশল ও ভূমি পেডনেকর অভিনীত ‘ভূত দ্য হন্টেড শিপ’-এর পরিচালক ভানু প্রতাপ সিং।

পৃথিবী-র (ভিকি কৌশল) আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ভূত। রহস্যজনক সি বার্ড শিপের সার্ভিং অফিসার ভিকি। শিপে কোনও মানুষের অস্তিত্ব পাওয়া না গেলেও নানারকম কাণ্ড কারখানা দেখা যাচ্ছে। কোনও মহিলার আত্মার আভাসও মিলছে। রহস্যের সূত্রপাত এখানেই।

bollywood
Advertisment