Advertisment

Barrackpore fire: বিধ্বংসী অগ্নিকাণ্ড ব্যারাকপুরের অতীন্দ্র কমপ্লেক্সে, জ্বলল বিরিয়ানির রেস্তোরাঁ ও শপিং মল

Barrackpore Atindra Shopping mall fire: ব্যারাকপুরের অতীন্দ্র শপিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন। আগুন লেগেছে শপিংমলের একটি ক্যাফেতেও। গলগল করে কালো ধোঁয়া বেরোতে শুরু করে মঙ্গলবার।

author-image
IE Bangla Web Desk
New Update

ব্যারাকপুরের অতীন্দ্র শপিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন। আগুন লেগেছে শপিংমলের একটি ক্যাফেতেও। গলগল করে কালো ধোঁয়া বেরোতে শুরু করে মঙ্গলবার। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। ওই শপিং কমপ্লেক্সে একটি বিখ্যাত বিরিয়ানির রেস্তোরাঁ রয়েছে। সেটি আগুনে ভস্মীভূত হয়েছে।

fire West Bengal Barrackpore West Bengal News west bengal latest news
Advertisment