অফিসে ছুটি নিয়ে বিবাদের জেরে নিজের সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলা চালালেন এক ব্যক্তি। ছুরির কোপে এক পুলিশকর্মীও গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নিউটাউনের কারিগরি ভবনের সামনে। জানা গিয়েছে, তাঁর ছুটির আবেদন বাতিল হয়ে যাওয়ায় মেজাজ ঠিক রাখতে পারেননি ওই ব্যক্তি। ছুরি দিয়ে আঘাত করে বসেন নিজেরই তিন সহকর্মীকে।