রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং খনিজ উপাদান হস্তান্তর চুক্তি করতে হোয়াইট হাউসে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে বৈঠক। ফলে কোনও প্রকার চুক্তি স্বাক্ষর না করেই দেশে ফিরে গেছেন জেলেনস্কি। বৈঠক চলাকালীন দেখা গিয়েছে ইউক্রেনের রাষ্ট্রদূত এক পর্যায়ে মাথায় হাত দিয়ে ফেলেছেন। ট্রাম্প রীতিমতো চিৎকার করতে থাকেন জেলেনস্কির বিরুদ্ধে।