New Update
স্বাস্থ্য মন্ত্রক শিশুদের মধ্যে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) সংক্রমণের সাতটি ঘটনা নিশ্চিত করেছে, যার মধ্যে বেঙ্গালুরু, নাগপুর, তামিলনাড়ু এবং আহমেদাবাদে সংক্রমণ শনাক্ত করা হয়েছে। চিনে শ্বাসকষ্টজনিত অসুস্থতার বৃদ্ধির মধ্যে ভারতেও আক্রান্তের ঘটনা সামনে এসেছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং COVID-19-এর মতো প্রাদুর্ভাবের কোনও ঝুঁকি নেই বলে জানিয়েছেন। "এইচএমপিভি একটি নতুন ভাইরাস নয়। এটি ২০০১ সালে প্রথম শনাক্ত করা হয়েছিল, এবং এটি বহু বছর ধরে সারা বিশ্বে ছড়িয়ে আছে," নাড্ডা বলেন।