Advertisment

Howrah Train Accident: বছরের শুরুতেই ফের রেল দুর্ঘটনা, হাওড়ায় দুই ট্রেনের সংঘর্ষ, বেলাইন বেশ কিছু বগি

Howrah Train Accident: হাওড়ায় লাইনচ্যুত দু’টি ট্রেন। ডাউন তিরুপতি এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা পার্সেল কারের। হাওড়ার পদ্মপুকুরের কাছে লাইনচ্যুত হয়েছে দু’টি ট্রেনই।

author-image
IE Bangla Web Desk
New Update

বছরের শুরুতেই বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা। হাওড়ায় লাইনচ্যুত দু’টি ট্রেন। ডাউন তিরুপতি এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা পার্সেল কারের। হাওড়ার পদ্মপুকুরের কাছে লাইনচ্যুত হয়েছে দু’টি ট্রেনই। লাইনের বাইরে বেরিয়ে গিয়েছে ৩টি বগি। তবে ট্রেন খালি থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কোনরকম হতাহতের খবর পাওয়া যায়নি।

Howrah Indian Railways Train Accident Howrah Station
Advertisment