New Update
এ যেন এক ভয়ঙ্কর ছবি! চারদিকে শুধু ক্ষেপণাস্ত্র। মাটির গভীরে আস্ত একটা শহর! সে শহরের বুক চিরে সাপের মতো এঁকেবেঁকে বহু দূর পর্যন্ত চলে গিয়েছে একটা রাস্তা। সুড়ঙ্গপথের দু’পাশে থরে থরে সাজানো ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র! ভূগর্ভস্থ এই ‘অস্ত্র নগর’-এর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই পশ্চিম এশিয়ায় ছড়িয়েছে যুদ্ধের আতঙ্ক। শুধু তা-ই নয়, পারস্য উপসাগরের জল রক্তে লাল হওয়ায় আশঙ্কায় প্রমাদ গুনছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ফের এক বার সম্মুখসমরে ইরান ও আমেরিকা।