রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। তার আগে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। জানালেন, ‘দলের সকলেই ভাল খেলছে, ভাল খেলা হবে। এই টুর্নামেন্টে ভারত এখনও অপরাজেয়। টিম ইন্ডিয়া দারুণ ফর্মে আছে। ভারতের জেতার সম্ভাবনাই বেশি’। শনিবার বিকেলে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোয়ের ডাকে মধ্যমগ্রামে এমএলএ কাপের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।