বাংলাদেশে আবারও মূর্তি ভাঙচুর করার অভিযোগ উঠল। বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিং এবং দিনাজপুরে তিনটি মন্দিরের মোট আটটি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সব ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকী শুক্রবার রাত পর্যন্ত একটি ঘটনায় মামলাও রুজু করা হয়নি। একটি ক্ষেত্রে আবার অভিযুক্তকে গ্রেফতার করে আদালতেও পেশ করা হয়েছে। বাংলাদেশের মন্দিরের ঘটনা নিয়ে কথা বললেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।