New Update
রীতিমতো স্লোগানিং করতে করতে বেপরোয়া ভাঙচুর চলে মুক্তিযুদ্ধের বহু ঘটনার সাক্ষ্য বহন করে চলা ঢাকার ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতে। বুধবার বেশি রাতের দিকে আনা হয় বুলডোজার। এরপর সেই বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। এমনকী আরও রাতে ক্রেন এনে চলে বাড়ি ভাঙার কাজ। রাতভর সেই তাণ্ডব চলার পর বৃহস্পতিবার সকাল থেকে ওই বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়।