New Update
দুই মাসের যুদ্ধবিরতি চুক্তি শেষ হতে না হতেই গাজায় ফের হামাসের বিরুদ্ধে হামলে পড়ল ইজরায়েল। মঙ্গলবার গাজার মাটিতে মুহুর্মুহু বিমান হামলা চালাল ইজরায়েল। এই হামলায় ৩০০’র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর উদ্যোগ আপাতত জলে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজাজুড়ে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের মধ্যে উত্তরাঞ্চলের ১৫৪ জন।