Advertisment

Jalgaon Rail Tragedy: আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ, মর্মান্তিক দুর্ঘটনার বলি ১৩, আহত অনেকে

Pushpak Express News: কীভাবে জলগাঁও ট্রেন দুর্ঘটনা, তার কারণ জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি বলেছেন যে, পুষ্পক এক্সপ্রেস দুর্ঘটনার কারণ এক চা বিক্রেতার গুজব ছড়িয়েছিল যে আগুন লেগেছে, যার কারণে ১৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫ জনেরও বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update

বুধবার মহারাষ্ট্রের জলগাঁওয়ের কাছে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার বিষয়ে একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। বলা হচ্ছে, এক চা বিক্রেতা পুষ্পক এক্সপ্রেস ট্রেনে আগুনের গুজব ছড়ায়, যার জেরে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা চেন টেনে ট্রেন থেকে লাফ দিতে শুরু করে। এরপর অন্য ট্র্যাকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছেন।

Maharashtra Indian Railways Train Accident Indian Rail Train
Advertisment