Advertisment

Joynagar rape-murder case: জয়নগরের নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা রুখতে হাইকোর্টে মামলা!

Joynagar rape-murder case: জয়নগরের নাবালিকাকে খুন ও ধর্ষণের মামলায় বারুইপুর পকসো আদালত মুস্তাকিন সর্দার নামে এক যুবককে দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update

জয়নগরের নাবালিকাকে খুন ও ধর্ষণের মামলায় বারুইপুর পকসো আদালত মুস্তাকিন সার্দার নামে এক যুবককে দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দিয়েছিল। নির্মম নির্যাতন করে খুন করা হয়েছে বলে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। এমনই মন্তব্য করেন পকসো আদালতের বিচারক। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ ফাঁসির নির্দেশের বিরুদ্ধে মুস্তাকিন সর্দারের আবেদন গ্রহণ করেছে।

Calcutta High Court baruipur court West Bengal West Bengal News Minor Rape and Murder
Advertisment